Marry Tuso-1Others 

মারি তুসোর প্রয়াণ দিবস

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ১৮৫০ সালের ১৬ এপ্রিল। মারি তুসো প্রয়াত হয়েছিলেন। মোমের ভাস্কর্য শিল্পী হিসাবে তিনি বিখ্যাত ছিলেন। মারি তুসো বা মাদাম তুসো নামে তিনি পরিচিত ছিলেন। তিনি প্রয়াত হন লন্ডনে। ১৮৩৫ সালে তিনি লন্ডনে ‘মাদাম তুসো জাদুঘর’ প্রতিষ্ঠা করেছিলেন। যা সমগ্র বিশ্বে আজও জনপ্রিয়। তাঁর প্রয়াণ দিবসে আমাদের বিনম্র শ্রদ্ধা ও স্মরণ।

Related posts

Leave a Comment