বালিগঞ্জে জয়ী বাবুল: বাম প্রার্থী দ্বিতীয়
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বালিগঞ্জে জয়ী হলেন তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়। এই উপনির্বাচনের ফলাফলের দিকে নজর ছিল সবার। এই কেন্দ্রটিতে তৃণমূলের তারকা প্রার্থী ছিলেন বাবুল। বিজেপি ছেড়ে চলে যান ঘাসফুল শিবিরে। এই উপনির্বাচনে ভোট অনেক কম পড়েছিল। গণনায় প্রথম রাউন্ড থেকেই এগিয়ে ছিলেন তৃণমূল প্রার্থী ।
শেষ খবর পাওয়া পর্যন্ত ১৯৯০৪ ভোটে জয়ী হয়েছেন বাবুল সুপ্রিয়। প্রায় ৪৮ শতাংশ ভোট পেয়েছেন তিনি। বাবুলের প্রতিপক্ষ প্রার্থী হিসেবে সিপিআইএম প্রার্থী সায়রা শাহ হালিম উঠে এলেন দ্বিতীয় স্থানে। বিজেপি প্রার্থী কেয়া ঘোষ তৃতীয় স্থান পেলেন। যা গেরুয়া শিবিরের কাছে জোর ধাক্কা।
উল্লেখ করা যায়, তৃণমূল প্রার্থী বাবুল পেলেন ৫০৭২২ ভোট। সিপিআইএম প্রার্থী সায়রা শাহ হালিম পেয়েছেন ৩০৮১৮ ভোট। বিজেপি প্রার্থী কেয়া ঘোষ পেয়েছেন ১২৯৬৭ ভোট। কংগ্রেস প্রার্থী পেলেন ৫১৯৫ ভোট। বালিগঞ্জে মাত্র ৪১ শতাংশ ভোট পড়ে। উপনির্বাচনের ফলাফলের চিত্রটির দিকে নজর ছিল রাজনৈতিক বিশ্লেষকদের। শেষ পর্যন্ত জয়ী হলেন বাবুল সুপ্রিয়।

