মেডিক্যাল খোলার জন্য রাজ্যগুলিকে নির্দেশ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : মেডিক্যাল খোলার উদ্যোগ। সূত্রের খবর, মেডিক্যাল কলেজে আগামী ১ ডিসেম্বর বা তার আগেই পড়াশোনা শুরু করার জন্য পদক্ষেপ করতে রাজ্যগুলিকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। করোনা আবহে সব বিধি মেনেই পড়াশোনা শুরু করতে হবে বলে জানানো হয়েছে। সূত্রের আরও খবর, এক চিঠিতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ একথা জানিয়েছেন।

