শিক্ষাবিদ মোহিত ভট্টাচার্য প্রয়াত
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বিশিষ্ট শিক্ষাবিদ ও বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য মোহিত ভট্টাচার্য (৮৮) প্রয়াত হলেন। পশ্চিমবঙ্গ পুলিশ কমিশন এবং মিউনিসিপ্যাল ফিনান্স কমিশনেরও সদস্য ছিলেন মোহিতবাবু। পারিবারিক সূত্রের খবর, প্রেসিডেন্সি কলেজ থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে পিএইচডি করেছেন বার্মিংহ্যাম বিশ্ববিদ্যালয় থেকে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের সেন্টেনারি প্রফেসর এবং নিউইয়র্কের ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ফেলো ছিলেন।