নন্দীগ্রামে সন্তানকে খুন করে আত্মঘাতী মা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ঘরের মধ্যে থেকে মা ও শিশুপুত্রের দেহ উদ্ধার করে নন্দীগ্রাম থানার পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রের খবর, নন্দীগ্রামের আমদাবাদের বাড়িমাল গ্রামে মা ও শিশুপুত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ মৃতার স্বামীকে আটক করেছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পারিবারিক অশান্তির জেরে ২ বছরের ছেলেকে শ্বাসরোধ করে খুন করার পর আত্মহত্যা করেছে মা। পুলিশ সূত্রে আরও খবর, মৃত শিশুর গলায় আঙুলের ছাপও মিলেছে। জানা গিয়েছে, বছর তিনেক আগে আমদাবাদের নির্মাণকর্মী নন্দ দুলাল পাখিরার সঙ্গে বিয়ে হয় অর্চনা পাখিরার (২০) সঙ্গে। স্থানীয় সূত্রের খবর ও অভিযোগ, অর্চনার স্বামী মদ্যপ অবস্থায় প্রায়ই স্ত্রীকে মারধর করতেন। স্বামী-স্ত্রীর মধ্যে চরম অশান্তি চলছিল। অর্চনার সন্দেহ, স্বামীর সঙ্গে অন্য মহিলার সম্পর্ক রয়েছে। সহ্য করতে না পেরে অর্চনা রাগে ছেলেকে শ্বাসরোধ করে খুন করে নিজে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।