কৃষিপণ্যের মতো ফুল চাষেও সহায়তা পাওয়ার প্রত্যাশায় ফুল চাষিরা।
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ ফুল চাষে ব্যাপক ক্ষতি। সহায়তা চায় ফুল চাষিরা। প্রতিদিনের মতোই নিয়ম মেনে ফুল তোলা হচ্ছে। তবে তা ফেলা দেওয়া হচ্ছে। মজুরি দিয়ে রীতিমতো লোক লাগিয়ে ফুল তোলাও হচ্ছে। ট্রাক বোঝাই করে তা বাজারে পাঠানো হচ্ছে না। ফেলে দেওয়া হচ্ছে। অতি যত্নে চাষ করা ফুল ফেলে দেওয়া হচ্ছে মূলত গাছ বাঁচানোর তাগিদে। উত্তর ২৪ পরগনা ,দক্ষিণ ২৪ পরগনা ,পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ,হাওড়া ও নদিয়া জেলাতে এ ছবি আকছার দেখা যাচ্ছে। এই সময় ফুল চাষিদের ফুল গাছ বাঁচানোই প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। কষ্ট হলেও বিপর্যস্ত পরিস্থিতিতে তা মেনে নিতেও হচ্ছে। সারা বাংলা ফুল চাষি সমিতির সাধারণ সম্পাদক নারায়ণ নায়েক জানালেন, ফুল বিক্রি প্রায় পুরাটাই বন্ধ। ফুল গাছগুলোকে বাঁচাতে হবে। তাই প্রতিদিন লোক লাগিয়ে ফুটে যাওয়া ফুল তুলে ফেলে দিচ্ছি। এমনটা না করলে গাছ নষ্ট হয়ে যাবে। এই বিপর্যস্ত পরিস্থিতিতে কৃষিপণ্যের মতো ফুল চাষেও সহায়তা পাওয়ার প্রত্যাশায় রয়েছেন জেলার ফুল চাষিরা।