Traphic PoliceLifestyle Others 

ট্রাফিক বিভাগ ও থানাগুলিকে এক সূত্রে কাজের নির্দেশ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : পুলিশ কমিশনার অনুজ শর্মা উদ্দেশ্যহীনভাবে বাইক বা গাড়ি নিয়ে ঘুরে বেড়ানো ব্যক্তিদের ধরার জন্য ট্রাফিক বিভাগ ও থানাগুলিকে এক সূত্রে কাজ করার নির্দেশ দিলেন। এক্ষেত্রে যাতে ট্রাফিকের পাঠানো ব্যক্তির বিরুদ্ধে থানা নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে এবং ব্যবস্থা নিতে পারে। পাশাপাশি দুই বিভাগের মধ্যে সমন্বয়ের উপরও জোর দিয়েছেন তিনি। প্রসঙ্গত, কমিশনারের এই নির্দেশের পরই গত দু-দিনে ৫৩৪টি মামলা রুজু হয়। আবার বাজেয়াপ্ত করা হয়েছে একাধিক বাইকও। বিপর্যস্ত পরিস্থিতির সময় উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো বাইক বা গাড়ি চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে থানা ও ট্রাফিক বিভাগকে একসঙ্গে কাজ করার কথা বলা হয়েছে। এই নির্দেশ পাওয়ার পরই রাস্তায় কর্তব্যরত ট্রাফিক অফিসাররা জরুরি প্রয়োজন ছাড়া বেরনো গাড়ি ধরতে শুরু করেন। অন্যদিকে আগামী দিনে এই অভিযান অব্যাহত থাকবে বলে লালবাজার সূত্রে জানানো হয়েছে। স্থানীয় সূত্রের খবর, সরকারি নিষেধাজ্ঞা না মেনে কোনও কারণ ছাড়াই বাইরে ঘোরাঘুরি করার অভিযোগে বিধাননগর কমিশনারেট এলাকা থেকে ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Related posts

Leave a Comment