পানামার বিপক্ষে গোল করে নজির মেসির
আমার বাংলা নিজস্ব প্রতিনিধি: মেসির মুকুটে যোগ হল নতুন পালক। পানামার বিরুদ্ধে গোল করে নজির গড়লেন আর্জেন্টিনার এই তারকা ফুটবলার। বিশ্বকাপের পর প্রথম ম্যাচে পানামার বিরুদ্ধে জয় পেল আর্জেন্টিনা দল। ২-০ গোলে বিজয়ী হয়েছে লিওনেল স্কালোনির দল। এই ম্যাচে গোল পেয়েছেন লিওনেল মেসি ও থিয়াগো আলমাদা। মেসির এই গোলের সুবাদে ৮০০ গোলের মাইল ফলক স্পর্শ করলেন আর্জেন্টিনার এই নক্ষত্র।
ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিসটিক্স রিপোর্ট অনুযায়ী ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর দ্বিতীয় ফুটবলার হিসেবে এই রেকর্ড গড়লেন লিওনেল। পেলের হাজারের বেশি গোল রয়েছে বলে দাবি করা হয়েছে। পানামার বিরুদ্ধে আর্জেন্টিনা ম্যাচের প্রথমার্ধের খেলা শেষ হয় গোলশূন্যভাবে। দ্বিতীয়ার্ধেমেসির ফ্রি-কিক বারে লেগে ফিরে এলে পাল্টা বলে গোল করেন থিয়াগো আলনাদা। ফ্রি-কিক থেকে অসাধারণ গোল করেন লিওনেল মেসি। (ছবি: সংগৃহীত)