করোনা আক্রান্তের সংখ্যা বাড়ল পশ্চিমবঙ্গেও
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা এক ধাপে বেড়ে দাঁড়িয়েছে ১৫। পশ্চিমবঙ্গে ৯ মাসের শিশু-সহ পরিবারের ৫ জন করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, ওই ৫ জন ব্যক্তি বিদেশ ফেরৎ একজনের সংস্পর্ষে আসে বলেই এই বিপত্তি। আক্রান্তদের মধ্যে রয়েছে ৯ মাস এবং ৬ বছরের দু’টি শিশু। আবার ওই পরিবারের ১১ বছরের এক বালকের শরীরে করোনার সংক্রমণ মিলেছে। পাশাপাশি ২৭ বছরের এক তরুণী এবং ৪৫ বছরের এক মহিলার শরীরেরও পাওয়া যায় করোনা ভাইরাসের জীবাণু।
এখনও পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৬৩। মৃতের সংখ্যা ১৭। গোষ্ঠীসংক্রমণ ঠেকাতে রাজ্যগুলোর কাছে একশো শতাংশ লকডাউন নিশ্চিত করার বিষয়ে আবেদন ছিল কেন্দ্রের। এরই মধ্যে পশ্চিমবঙ্গে মৃত্যু হয়েছে ১ জনের।
প্রসঙ্গত, সময়সীমা বাড়িয়ে অন্তর্দেশীয় বিমান পরিষেবা ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে, কেরল, মহারাষ্ট্র, কর্নাটক, ও হরিয়ানার রাজ্যপাল এবং দিল্লির উপরাজ্যপালের সঙ্গে বৈঠকে বসেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। আবার করোনা মোকাবিলায় সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলিকে নিয়ে সংযুক্ত ও সাধারণ প্ল্যাটফর্ম তৈরির আহ্বান জানালো ভারত। ভারত ছাড়াও সার্ক দেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, ভুটান, নেপাল, মালদ্বীপ ও পাকিস্তান।