করোনা আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী, উদ্বেগ ব্রিটেনে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ এবার নভেল করোনা ভাইরাসের কবলে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি নিজেই টুইটারে খবরটি জানলেন।তিনি লিখেছেন, গত ২৪ ঘণ্টায় কাশি ও অন্যান্য উপসর্গ আমার শরীরে দেখা দেয়।নানা পরীক্ষার পর রিপোর্ট পজিটিভ এসেছে।তিনি আরও জানিয়েছেন, আমি সরকারের সমস্ত কাজ করব ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে।আমাদের লড়াই জারি থাকবে। ডাউনিং স্ট্রিটে নিজের বাড়িতে নিজেকে সেল্ফ আইসোলেশনে রেখেছেন বরিস।অন্যদিকে তাঁর করোনা ভাইরাসে আক্রান্তের খবর ছড়িয়ে পড়তেই সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ শুরু হয়।২৬মার্চ বৃহস্পতিবার রাতেও ব্রিটেনের স্বাস্থ্য বিভাগের কর্মীদের সঙ্গে দেখা করেন তিনি। এমনকী তাঁদের কাজের প্রশংসাও করেন ।এরপর তাঁর শরীরে করোনায় আক্রান্ত হওয়ার একাধিক উপসর্গ ধরা পড়ে।প্রসঙ্গত, ব্রিটেনে নতুন করে আক্রান্ত হয়েছেন ১১৩ জন। উদ্বেগ বাড়ছে প্রশাসনের ।ইতিপূর্বে বরিস জানিয়েছিলেন, আমরা আট সপ্তাহের মধ্যে ব্রিটেনে করোনাভাইরাসের স্রোত উল্টোদিকে ঘুরিয়ে দেব। তিনি নিজেই আক্রান্ত হয়ে পড়ায় নাগরিকদের উদ্বেগ বাড়তে শুরু করেছে।