New PlanetOthers Technology World 

নয়া গ্রহের সন্ধান দিলেন মাইকেল কুনিমোতো

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা আর এক পৃথিবীর সন্ধান দিয়েছে। এক কথায় নয়াগ্রহ। এটির খোঁজ পাওয়া গিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলাম্বিয়ার এক ছাত্রের সৌজন্যে। এই কৃতিত্ব মাইকেল কুনিমোতো নামে এক পড়ুয়ার। তিনিই আবিষ্কার করেছেন। জানা গিয়েছে, মার্কিন মহাকাশ সংস্থা নাসার “কেপলার গ্রহ অনুসন্ধান” প্রকল্পের কিছু তথ্য বিশ্লেষণ করে, এই গ্রহের কথা জানিয়েছেন মাইকেল। ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলাম্বিয়ার এই পড়ুয়া নাসার কেপলার গ্রহ অনুসন্ধান প্রকল্পের অধীনে ১৭টি নয়া গ্রহের সন্ধান দিয়েছেন। ওই গ্রহপুঞ্জের ভিড়ে মিশে থাকা পৃথিবীর মতো গ্রহের নাম রাখা হয়েছে কেআইসি-৭৩৪০২৮৮ বি। তথ্য বিশ্লেষণ করে জানা যায়, নয়া এই গ্রহ পৃথিবীর চেয়ে আকারে প্রায় দেড়গুণ ছোট। অনুমান করা হচ্ছে, পৃথিবীর মতোই বসবাসযোগ্য এই গ্রহ। এই আবিষ্কারের প্রসঙ্গে মাইকেল কুনিমোতো জানিয়েছেন, পৃথিবী থেকে প্রায় ১ হাজার আলোকবর্ষ দূরে রয়েছে গ্রহটি। আমরা চাইলেও যেতে পারব না। এ বিষয়ে কুনিমোতো আরও জানান, ৩৬৫ দিনে বছর নয়, ওই গ্রহে ১৪২ দিনে বছর হয়। পৃথিবীর মতো ওই গ্রহটিও সূর্য থেকে আলো পায়। পৃথিবীর মতো গ্যাসীয় উপাদানও রয়েছে পাথুরে ওই গ্রহে।

Related posts

Leave a Comment