ElectionLifestyle Others 

ভোটদান পদ্ধতিতে এবার বিশেষ বদল নির্বাচন কমিশনের

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বুথে না গিয়েও এবার মিলতে পারে ভোট দেওয়ার সুযোগ। নাগরিকদের সুবিধার জন্য এবার এমনই উদ্যোগ নিতে চলেছে নির্বাচন কমিশন।জানা গিয়েছে, চেন্নাই আই আই টির সঙ্গে গাঁটছড়া বেঁধে ভোটদান পদ্ধতি আরও মসৃণ করতে শুরু হয়েছে তৎপরতা। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে,ভোটের দিন যাঁরা ব্যক্তিগত ও পেশাগত কারণে নিজের নির্বাচনী কেন্দ্রে থাকতে পারবেন না,তাঁরা নয়া এই ব্যবস্থা কার্যকর হলে পছন্দের প্রার্থীকে বুথে না গিয়েও ভোট দিতে পারবেন। ভোটদান পদ্ধতিতে এবার বিশেষ বদল আনার ভাবনা রয়েছে নির্বাচন কমিশনের। সেই লক্ষ্য নিয়েই এবার আই আই টি চেন্নাইয়ের সঙ্গে একসূত্রে কাজ করতে চাইছে কমিশন।মুখ্য নির্বাচনী কমিশনার সন্দীপ সাক্সেনা জানান,নয়া এই ভাবনা মূল দুই পদ্ধতির উপর নির্ভর করেই কার্যকর করা হতে পারে। অন্যদিকে নির্বাচন কমিশন সূত্রে আরও বলা হয়েছে,নয়া এই প্রযুক্তি কার্যকর হলে নাগরিকরা বাড়িতে বসে ভোট দিতে পারবেন না।নির্দিষ্ট একটি জায়গায় গিয়ে ভোট দিতে হবে। ওই কেন্দ্রে ভোটার যাওয়ার পর তাঁর পরিচয় যাচাই করা হবে। এরপর সংশ্লিষ্ট ভোটারের জন্যেই ব্যালট পেপার দেওয়া হবে।ই -ব্যালট পেপারে কোনও ভোটার ভোট দিলে ওই ব্যক্তির ভোটটি সুরক্ষিতভাবে নথিভুক্ত থাকবে।পাশাপাশি ইন্টারনেট ব্যবস্থার মাধ্যমে সংশ্লিষ্ট ভোটারের জন্য একটি ব্লকচেন হ্যাশট্যাগ দেওয়া হবে।এই পদ্ধতির পর ভোটারের দেওয়া ভোট সংশ্লিট প্রার্থীর নামেই জমা হবে। ভোটদানের নয়া এই পদ্ধতি কার্যকর হলে তা খুবই সুরক্ষিত থাকবে বলেই মত নির্বাচনী আধিকারিকদের।

Related posts

Leave a Comment