লরেস বিশ্ব স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার মেসি- হ্যামিলটন
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: লরেস বিশ্ব স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার হলেন মেসি ও হ্যামিলটন ।ব্রিটিশ ফর্মুলা ওয়ান রেসের লিউ ইস হ্যামিলটন এবং ফুটবলার লিওলেন মেসিকে যৌথভাবে “লরেস বিশ্ব স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার”পুরস্কারের জন্য যৌথভাবে বিজয়ী ঘোষণা করা হল। ২০ বচ্ছরের ইতিহাসে এই প্রথম দুজনই সমান সংখ্যক ভোট পেয়েছেন।এক্ষেত্রে জুড়িরা যুগ্ম বিজয়ী করতে বাধ্য হয়েছেন।উল্লেখ্য,মেসি ৬বার ফিফার বর্ষশ্রেষ্ঠ ফুটবলার হয়েছেন।লিওলেন প্রথম একজন টিম প্লেয়ার হিসেবে এই পুরস্কার পেলেন ।মেসি ও হ্যামিলটনের সঙ্গে লড়াইতে পরাজিত হয়েছেন গলফার টাইগার উডস,কেনিয়ায় ম্যরাথনার এলিউড কিপচোগে,টেনিস তারকা রাফায়েল নাদাল এবং মোটা জি পি চ্যাম্পিয়ন মার্ক মার্কুয়েজ।