nabannaHealth 

করোনা মোকাবিলায় টাস্ক ফোর্স

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গে করোনা বিধি রূপায়ণে টাস্ক ফোর্স। মুখ্যসচিব রাজীব সিংয়ের নেতৃত্বে ২৩ আইএএস অফিসারকে নিয়ে এই টাস্ক ফোর্স গড়া হল। আইপিএস অফিসার বিবেক সহায় ওই কমিটিকে সাহায্য করবে বলে জানা গিয়েছে। করোনা পরিস্থিতিতে জরুরি পরিষেবায় নজর রাখতে এক এক জন আইএএসকে দায়িত্ব দিল সরকার। সূত্রের খবর, পচনশীল নিত্য প্রয়োজনীয় সামগ্রীর যোগান স্বাভাবিক থাকছে কিনা তা দেখভাল করবেন কৃষি সচিব সুনীল গুপ্ত। অর্থসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী রাজ্যের জরুরি ত্রাণ তহবিল দেখবেন।

Related posts

Leave a Comment