sitharamanOthers 

করোনার কারণে তিন কোটি মানুষকে “জরুরি” পেনশন কেন্দ্রের

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ করোনার কারণে দেশজুড়ে চলছে লকডাউন। করোনা পরিস্থিতিতে দেশের মানুষের আর্থিক সুবিধার জন্য একগুচ্ছ ঘোষণা করল কেন্দ্রীয় সরকার।আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া মানুষকে অগ্রিম পেনশনের ব্যবস্থা করছে কেন্দ্র ।জানা যায়,ভারতে বসবাসকারী প্রায় তিন কোটি মানুষ এই পেনশনের আওতায় আসবেন।কেন্দ্রীয় সরকার ৩কোটি মানুষকে ৩মাসের অগ্রিম পেনশন দেবে বলে খবর। মূলত বিধবা এবং শারীরিকভাবে অক্ষম অবসরপ্রাপ্ত মানুষদের জন্যই এই ঘোষণা।এই স্কিমের দায়িত্বে গ্রাম উন্নয়ন মন্ত্রক।আরও জানা গিয়েছে,২.৯৮ কোটি মানুষ এই সুবিধা পাবেন।তাঁদের ব্যাংক একাউন্টে সরাসরি জমা পড়বে পেনশনের টাকা। তিন কোটি মানুষকে এপ্রিলের প্রথম সপ্তাহে তিন মাসের পেনশন দিয়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে কেন্দ্র।এই স্কিমের আওতায় ৭৯ বছর বয়সীদের ২০০ টাকা দেওয়া হয়। ৮০ বছরের উর্ধ্বে দেওয়া হয় মাসে ৫০০ টাকা। ৪০ থেকে ৭৯ বছর বয়সী বিধবাদের মাসে ৩০০ টাকা এবং ৮০ বছরের উর্ধ্বে ৫০০ টাকা দেওয়া হয়।শারীরিকভাবে অক্ষম মানুষদের জন্য পেনশন বরাদ্দ মাসে ৩০০ টাকা। এক্ষেত্রেও ৮০ বছরের উর্ধ্বে দেওয়া হয় ৫০০ টাকা করে। এই পেনশন ছাড়াও অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেন ১০০০ টাকা অতিরিক্ত দেওয়ার কথা।

Related posts

Leave a Comment