অর্থনীতিকে ঘুরিয়ে দাঁড় করানোর লক্ষ্য
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : অর্থনীতিকে ঘুরিয়ে দাঁড় করানোর জন্য কেন্দ্রীয় সরকারি সংস্থাগুলির ব্যয় বাড়ানোর দিকে নজর দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সূত্রের খবর, চলতি অর্থবর্ষে প্রায় ৬১,৪৮৩ কোটি টাকা লগ্নির পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল । উল্লেখ করা যায়, গত ২৩ নভেম্বর পর্যন্ত খরচ হয়েছে ২৪,২২৭ কোটি টাকা। যা লক্ষ্যমাত্রার ৩৯.৪ শতাংশ। এ বিষয়ে আরও জানা গিয়েছে, তৃতীয় ত্রৈমাসিকের মধ্যে ৭৫ শতাংশ ও মার্চের মধ্যে পুরো লগ্নির লক্ষ্য স্পর্শ করতে নজর দিতে হবে সংস্থাগুলিকে।

