নদিয়ায় নাইট্রেট নামক তেজষ্ক্রিয় ধাতুর বিপদের আশঙ্কা, গবেষণাপত্রে উদ্বেগ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: নদিয়ার চার ব্লকে নাইট্রেট-বিপদ। যাদবপুরের গবেষণায় এই তথ্য সামনে এল। আরও ৫ জেলায় হবে সমীক্ষার কাজ। কয়েক বছর আগে হুগলির কয়েকটি এলাকায় জলে মিশে ছিল নাইট্রেট। এবার নদিয়ার ৪টি ব্লকে এর খোঁজ মিললো। পরিবেশ বিশেষজ্ঞদের মতে, নদিয়ার কিছু ব্লকে ভূ-গর্ভস্থ জলে বিপদসীমার চেয়ে বেশি আর্সেনিকের উপস্থিতি পাওয়া যায়। এবার সংযোজন হল নতুন বিপদ – নাইট্রেট। এমত পরিস্থিতিতে রাজ্যের মধ্যে অন্য জায়গাতেও ভূ-গর্ভস্থ জলে নাইট্রেটের পরিমাণ যাচাই করা প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞমহল। জানা গিয়েছে, রাজ্যের আরও ৫ জেলায় এর পরিমান খতিয়ে দেখতে সমীক্ষা করবে যাদবপুর বিশ্ববিদ্যালয়। পশ্চিমবঙ্গের কৃষিপ্রধান জেলাগুলিকে এক্ষেত্রে বেছে নওয়া হচ্ছে বলে খবর। এই তালিকায় বর্ধমান জেলা রয়েছে। কৃষি বিশেষজ্ঞরা জানিয়েছেন, নাইট্রোজেন ভিত্তিক রাসায়নিক সারের মাধ্যমে মূলত বর্তমান দিনে চাষবাস চলে। ওই রাসায়নিক সারের মাধ্যমে চুঁইয়ে ভূ-গর্ভস্থ জলে মিশে চলেছে নাইট্রোজেন। এর জেরে প্রাথমিকভাবে শিশুরাই আক্রান্ত হচ্ছে, এমনটা আশঙ্কা করা হচ্ছে। প্রাপ্তবয়স্কদেরও আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকছে।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ এনভায়রণমেন্টাল স্টাডিজের গবেষণাপত্রে আরও উদ্বেগের কথা বলা হয়েছে। এক্ষেত্রে গবেষকদের বক্তব্য, “নদিয়ার কোনও ব্লকে ভূ-গর্ভস্থ জলে নির্ধারিত মানের থেকে বেশি ইউরেনিয়াম না পাওয়া গেলেও, নাইট্রেটের পরিমান বাড়লে ভবিষ্যতে এই তেজষ্ক্রিয় ধাতুর জন্য বিপদ বাড়তে পারে বলে আশঙ্কা।”