পাকিস্তানের সাম্মানিক নাগরিকত্ব পেলেন ক্যারিবিয়ান ক্রিকেটার ড্যারেন সামি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক :পাকিস্তানের সাম্মানিক নাগরিকত্ব পেলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ড্যারেন সামি। পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর জন্য সামিকে এই বিশেষ কৃতিত্ব দেওয়া হয়। উল্লেখ্য ,পেশোয়াল জালমি দলের মালিক জাভেদ আফ্রিদি প্রথম সামিকে এই সাম্মানিক নাগরিকত্ব দেওয়ার ব্যাপারে জোরালো দাবি করেছিলেন। এই স্বীকৃতি পাওয়ার পর ড্যারেন সামির বক্তব্য ,”এই ভালোবাসা দেওয়ার জন্য পাকিস্তানকে ধন্যবাদ।”