১০০০ তম ম্যাচ খেললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: রোনাল্ডোর ঝুলিতে আরও একটি খেতাব।তিনি তাঁর জীবনের ১০০০ তম ম্যাচ খেললেন রোনাল্ডো। পাশাপাশি জুভেন্তাসের জার্সি গায়ে টানা ১১টি ম্যাচে গোল পেলেন সি আর সেভেন। এর আগে ইতালি লিগে এই কৃতিত্ব ছিল গাব্রিয়েল বাতিস্তার। ফাবিও কুয়াগলিবেলেরও এই রেকর্ড ছিল। এদিন রোনাল্ডো তাঁর ফুটবল কেরিয়ারে ক্লাব ও দেশ মিলিয়ে ১০০০তম ম্যাচে নেমেছিলেন। অন্যদিকে রোনাল্ডোর ঝুলিতে এই নিয়ে মোট ৭২৫টা গোল হল। তাঁর গোলে এগিয়ে যায় জুভেন্তাস।স্মালকে ২-১ গোলে হারিয়ে লিগ শীর্ষে জুভেন্তাস।