নির্মীয়মাণ শুকরের খামারে ক্ষোভে আগুন লাগলো চাষীরা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: অবৈধ কারবারের অভিযোগ এবার চাষের জমিতে। উল্লেখ্য, উত্তর ২৪ পরগনার শিউলি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চাষের জমিতে নির্মীয়মাণ শুকরের খামারে আগুন ধরিয়ে দিলো ক্ষুব্ধ চাষীরা। বিক্ষুব্ধ চাষীরা জানিয়েছেন, অবৈধ ভাবে চাষের জমিতে ওই খামার তৈরি করা হচ্ছিলো।
সূত্রের খবর, বৈকুণ্ঠ ওরাও এবং নিভা ওরাও নামে দুই অসাধু ব্যবসায়ী শিউলি গ্রাম পঞ্চায়েতের ১০ নম্বর গ্রাম সংসদের পঞ্চায়েত সদস্য প্রতিমা ঘোষকে ভুল বুঝিয়ে চাষের জমিতে শুকরের খামার তৈরীর অবৈধ নির্মাণ করার চেষ্টা করলে রবিবার বিকেলে গ্রামের চাষীরা একজোট হয়ে খামারের নির্মাণ ভেঙে তাতে আগুন লাগিয়ে দেয়। এই ঘটনার জেরে রবিবার বিকেলে শিউলি গ্রাম পঞ্চায়েত এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়।
স্থানীয় পঞ্চায়েত সদস্য প্রতিমা ঘোষ জানান, “আমাকে অন্য জমির কথা বলে ভুল বুঝিয়ে বৈকুণ্ঠ কাগজে স্বাক্ষর করিয়ে নিয়েছিল। এখন বুঝতে পারছি ও এই চাষের জমির মধ্যে অবৈধ উপায়ে খামার তৈরির চেষ্টা করছে। ওর এই বেআইনী কাজ আমি সমর্থন করি না। ও আমাকে ভুল বুঝিয়ে ছিল তা আমি বুঝতে পেরে পঞ্চায়েত প্রধানকে লিখিত জানিয়েছি।”
অন্যদিকে, শিউলি গ্রাম পঞ্চায়েতের প্রধান অরুণ ঘোষ জানান, “চাষের জমিতে অবৈধ নির্মাণ কাজ করে কেউ খামার তৈরি করবে তা হবে না। অভিযুক্ত ওই ব্যাক্তিকে অবৈধ নির্মাণ বন্ধ করতে বলেছি। বিষয়টা বিডিও এবং জেলা শাসককে জানানো হয়েছে।” গ্রামবাসীরা জানিয়েছেন, এই এলাকায় খামার তৈরী হলে কমকরে ৩০০ বিঘা চাষের জমি নষ্ট হয়ে যাবে। এই এলাকার সমস্ত মানুষই কৃষিজীবী। ওই অসাধু ব্যবসায়ীরা যাতে নির্মাণ কাজ করতে না পারে তাই তাঁরা খামার তৈরীর সরঞ্জামে আগুন ধরিয়ে দিয়েছে।