cycloneEnviornment 

বাংলায় আছড়ে পড়তে পারে কালবৈশাখী

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : সকাল ৭ টার পরেও কলকাতার আকাশে সূর্যের দেখা নেই। বরং কালো মেঘ ঘনিয়ে এসেছে কলকাতায়। যে কোনও মুহূর্তে ঝেঁপে আসতে পারে প্রবল বৃষ্টি। বিহার এবং পূর্ব উত্তর প্রদেশের ওপর অবস্থিত ঘূর্ণাবর্তের জেরেই মৌসম ভবন থেকে বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এখনও বৃষ্টি না নামলেও এখনই মিলছে না স্বস্তি। হাওয়া অফিস জানিয়েছে, আগামী ৪৮ ঘন্টায় কলকাতায় বৃষ্টি হতে পারে। এই পরিস্থিতি আগামী শুক্রবার পর্যন্ত চলতে পারে বলেই হাওয়া অফিসের পূর্বাভাস। জানানো হয়েছে, সোমবার উত্তরবঙ্গের ২ দিনাজপুর ও মালদহ এবং দক্ষিণবঙ্গের বীরভূমে অতিবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকালের পর সেখানে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা। বুধবারের পর থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা ও সংলগ্ন এলাকায়। একটানা শুক্রবার পর্যন্ত চলতে পারে বৃষ্টি। পশ্চিমের জেলাগুলিতে ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। পশ্চিমের জেলাগুলিতে কালবৈশাখির সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

Related posts

Leave a Comment