স্বনির্ভর গোষ্ঠীর কোটি টাকা নিয়ে পলাতক বোলপুরের দম্পতি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: অর্থ উপার্জনের জন্য স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের কাছে লোনের ফাঁদ পেতেছিল বোলপুরের হাজরা দম্পতি। ওই দম্পতিকে বিশ্বাস করে রীতিমতো কপাল চাপড়াচ্ছেন অনেকেই।ওই দম্পতি প্রায় ৭০০জন মহিলার কাছ থেকে ২ কোটি টাকা নিয়ে চম্পট দেয়।তারা ওই মহিলাদের সঙ্গে একেবারে বন্ধুর মতোই মেলামেশা করতে থাকে বলে জানা যায়।হাজরা দম্পতি বন্ধুত্বের টোপ দিয়েই প্রতারণা শুরু করে যা দিনের পর দিন ধরে চলতে থাকে।জানা গিয়েছে, বোলপুর পুরসভার শিখা হাজরা ও সুভাষ হাজরা ৬নং ওয়ার্ডের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ঋণের ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দিতেন।এইভাবে ৭০০ জন মহিলার কাছ থেকে লোন পাইয়ে দেওয়ার নাম করে ২কোটি টাকা হাতায় ওই দম্পতি।অভিযোগ, আদতে কোনও মহিলাই ঋণের টাকা পায়নি।উপরন্ত সিকিউরিটি হিসাবে মোটা অংকের টাকা নিয়ে চম্পট দেয় ওই দম্পতি।তিন মাস হয়ে গেলেও প্রশাসন অভিযোগের কোনও সুরাহা করতে পারেনি।এমতাবস্থায় সোমবার অভিযুক্তের বাড়িতে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা চড়াও হয়ে বাড়িতে ভাঙচুর করে। পুলিস ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। তিনমাস ধরে ওই দম্পতির কোনও খোঁজ নেই। তদন্ত কতদূর এগোল তার সদুত্তর মেলেনি পুলিসের কাছে। ঋণের টাকা তারা তো পায়নি উল্টে প্রতারণার শিকার হয়ে বিপুল অঙ্কের টাকা শোধ দিচ্ছে তারা। গত মাসে এই ঘটনার ফলে একজন প্রতারিত আত্মঘাতী হন বলেও জানিয়েছেন অন্যান্যরা।