ক্ষুদ্র সঞ্চয়ে সুদের হার কমার আশঙ্কা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ক্ষুদ্র সঞ্চয়ে কমতে পারে সুদ। এই প্রকল্পে সুদের হার কমাতে পারে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় অর্থ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, এরফলে পাবলিক প্রভিডেন্ট ফান্ড (পিপিএফ), ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (এনএসসি), সিনিয়র সিটিজেন সেভিং স্কিম এবং সুকন্যা সমৃদ্ধি যোজনায় গচ্ছিত আমানতের উপর সুদ কমতে পারে। কেন্দ্রের এই পরিকল্পনা বাস্তবায়িত হলে সুদের টাকায় সংসার চলে এমন প্রবীণ নাগরিকরাই সমস্যায় পড়বেন। এই প্রকল্পগুলির পাশাপাশি অন্যান্য ক্ষুদ্র সঞ্চয়ের ক্ষেত্রেও সুদের হার কমার আশঙ্কা। উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করার সময় আয়কর ব্যবস্থায় কিছু পরিবর্তন করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এক্ষেত্রে, কোনও ব্যক্তি নতুন কর ব্যবস্থা অনুযায়ী রিটার্ন দাখিল করলে আয়কর আইনের বিভিন্ন ধারায় যে সমস্ত ছাড় পাওয়া যায় সেই ছাড় পাবেন না বলে বাজেটে জানানো হয়েছিল। এরফলে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে আমানত গচ্ছিত রেখে করছাড় পাওয়ার সুযোগ থেকে সাধারণ মানুষ বঞ্চিত হবেন। সুদের হার হ্রাস পেলে তা থেকে যন্ত্রণা আরও বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞমহল।