Plastic WasteEnviornment Health Others 

প্লাস্টিক বর্জ্য থেকে নানা জিনিস নাইজেরিয়ার এমানুয়েলের

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ প্লাস্টিক বর্জ্য থেকে কাজের নানা জিনিস তৈরি করছেন নাইজেরিয়ার এমানুয়েল। শহরের বিভিন্ন এলাকা থেকে বাতিল জিনিস সংগ্রহ করে তিনি বিভিন্ন ব্যাগ ,ওয়ালেট ,উপহার বাক্স বানান। আদেয়ামি এমানুয়েল জানিয়েছেন ,এই সব জিনিস তৈরি করতে ২০ শতাংশ চামড়া ও ৮০ শতাংশ প্লাস্টিক বর্জ্য প্রয়োজন হয়। তাঁর এই সব জিনিস খুবই জনপ্রিয় হয়ে উঠেছে দেশের সীমানা ছাড়িয়ে বিদেশেও। সাধারণ মানুষের কাছে প্লাস্টিক দূষণের বার্তাও পৌঁছে দিচ্ছেন নাইজেরিয়ার এই মানুষটি। উল্লেখ্য ,বিশ্বের মধ্যে তালিকায় নবম স্থানে রয়েছে আফ্রিকার এই দেশটি প্লাস্টিক দূষণে। দেশে কোনও আইনও নেই এ বিষয়ে। তবে এবার আইন প্রণয়ন করতে নড়েচড়ে বসেছে নাইজেরিয়ান সরকার।

Related posts

Leave a Comment