ইএসপিএনের বিচারে টানা ৩ বার বর্ষসেরা পিভি সিন্ধু
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : টানা ৩ বার বর্ষসেরা হলেন পিভি সিন্ধু। ইএসপিএনের বিচারে বর্ষসেরা মহিলা ক্রীড়াবিদের সম্মান পেলেন ব্যাডমিন্টনে বিশ্ব চ্যাম্পিয়ন সিন্ধু। অন্যদিকে পুরুষ বিভাগে সেরার সম্মান পেলেন তরুণ শ্যুটার সৌরভ চৌধুরী। উল্লেখ্য, বিশ্ব ব্যাডমিন্টনে সিন্ধু ২ বার রুপো ও ব্রোঞ্জ জয়ী হন। ২০১৯ সালে বিশ্ব ব্যাডমিন্টনে সিন্ধুর সোনা জয় ভারতীয় ক্রীড়ার ইতিহাসে উল্লেখযোগ্য সাফল্য। এছাড়া ট্র্যাক ও ট্র্যাকের বাইরে সাহসী ভূমিকার জন্য “কারেজ” পুরস্কার পেলেন স্প্রিন্টার দ্যুতি চাঁদ। “কামব্যাক অফ দ্য ইয়ার” সম্মান পেলেন ভারতের দাবাড়ু কোনেরু হাম্পি। বর্ষসেরা কোচ হলেন জাতীয় ব্যাডমিন্টন কোচ গোপীচাঁদ। জীবন স্মৃতি পুরস্কার পেলেন হকি খেলোয়াড় বলবীর সিং সিনিয়র।