চিত্রগ্রাহক সনৎ ঘোষ প্রয়াত
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বিশিষ্ট চিত্রগ্রাহক সনৎ ঘোষ (৫৯) প্রয়াত হলেন। সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে লিভারের সমস্যাজনিত কারণে ভর্তি হয়েছিলেন তিনি। এরপর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। ৩৫ বছরের দীর্ঘ কর্মজীবনে অনেক বিশিষ্ট ব্যক্তির ছবি তুলেছেন সনৎ ঘোষ। ফ্যাশন ফটোগ্রাফিতে তিনি দিয়েছেন ভিন্ন মাত্রা। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফটোগ্রাফি প্রতিষ্ঠাতা করেছিলেন। কর্মাশিয়াল ছবি তোলার শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা-সহ অসংখ্য ফ্যাশন এবং বিজ্ঞাপনের ছবি তুলেছেন তিনি। অনেক নামী সংবাদপত্রের সঙ্গেই যুক্ত ছিলেন সনৎবাবু। তাঁর মৃত্যুতে ফ্যাশন ও চিত্রগ্রাহক মহলে শোকের ছায়া।