Pakistan declares fifth province from POK to Gilgit-Baltistan despite India's objectionsOthers Politics 

ভারতের আপত্তি সত্বেও পিওকে থেকে গিলগিট-বাল্টিস্তান পর্যন্ত পঞ্চম প্রদেশ হিসেবে ঘোষণা করল পাকিস্তান

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ পিওকে থেকে গিলগিট-বাল্টিস্তান পর্যন্ত ভারতের অংশ, আবার রাজনাথ পাকিস্তানকে সতর্ক করলেন। পাকিস্তানি সেনাবাহিনী ও চীনের চাপে গিলগিট-বাল্টিস্তানকে পাকিস্তানের নতুন প্রদেশে পরিণত করার সিদ্ধান্তটি বেশ স্পষ্ট। পাকিস্তান অধিকৃত কাশ্মীর, গিলগিট-বাল্টিস্তান নিয়ে ভারত সর্বদা পাকিস্তানের বিরুদ্ধে আপত্তি জানিয়েছে। ইমরান খান সেই আপত্তি না মেনে গিলগিট-বাল্টিস্তানকে পঞ্চম পাক প্রদেশ হিসাবে ঘোষণা করেছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রকের পরে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এব্যাপারে সোচ্চার হন। তিনি টুইট করে বলেন যে, গিলগিট-বাল্টিস্তান ভারতের অংশ। পাকিস্তান এটি অবৈধভাবে দখল করেছে।

গিলগিট-বাল্টিস্তানকে নতুন প্রদেশ হিসাবে ঘোষণা করেছে পাকিস্তান। ভারতের মতে, পাকিস্তান-অধিকৃত কাশ্মীর এবং গিলগিট-বাল্টিস্তান ভারতের একটি অবিচ্ছেদ্য অঙ্গ। রাজনাথ সিং আরও বলেছেন যে, ভারত কখনই চায়নি যে, ভারত বিভক্ত হোক। তা সত্বেও এটা হয়েছে। পাকিস্তানের হিন্দু, শিখ এবং বৌদ্ধদের নিয়ে কী করা হচ্ছে তা সকলেই জানেন। অমুসলিমদের ধর্মীয় নিপীড়নের হাত থেকে রক্ষার জন্য ভারত নাগরিকত্ব আইন প্রণয়ন করেছে। ঘটনাক্রমে, পাকিস্তান সেনাবাহিনী ও চীনের চাপে গিলগিট-বালটিস্তানকে পাকিস্তানের নতুন প্রদেশ করার সিদ্ধান্তটি বেশ পরিষ্কার।

ইমরান খান যা বলুক না কেন, সে পাকিস্তান সেনাবাহিনীর হাতের পুতুল। পাকিস্তানের বিরোধী নেতৃত্ব বারবার এ জাতীয় দাবি করেছে। ইমরান খান ইতিমধ্যে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার পরামর্শ অনুসরণ করে বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছেন। আর এবার বলা যেতে পারে যে, গিলগিট-বাল্টিস্তানকে পাকিস্তানের পঞ্চম প্রদেশ ঘোষণা করার ক্ষেত্রে সেনাবাহিনীর প্রত্যক্ষ সমর্থন রয়েছে। পাকিস্তানের এই অংশে চীন বেশ কয়েকটি খনি পরিচালনা করছে। আর তাই তারা গিলগিট-বাল্টিস্তানে কোনও অস্থিরতা চায় না। চীনও এই অঞ্চলের কারাকোরাম পথ পণ্য সরবরাহের জন্য ব্যবহার করতে চায়।

Related posts

Leave a Comment