Paper PacketEnviornment Health Others 

মেডিক্যাল বর্জ্যের জন্য এবার সল্টলেক বাসিন্দাদের কাগজের তৈরি বিশেষ প্যাকেট

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : এবার সল্টলেকের বাসিন্দাদের কাগজের তৈরি বিশেষ প্যাকেট বিতরণ শুরু করতে চলেছে বিধাননগর পুরনিগম। জানা গিয়েছে, স্যানিটারি ন্যাপকিন, ওষুধের প্যাকেট-সহ অন্যান্য মেডিক্যাল বর্জ্যের জন্য এখন থেকে এই ব্যবস্থা চালু হবে। এই ধরনের জাতীয় বর্জ্য ফেলতে হবে নির্দিষ্ট ওই প্যাকেটে। পুরনিগম সূত্রের খবর, সপ্তাহে দু-দিন তা সংগ্রহ করবেন পুরনিগমের কর্মীরা। পাইলট প্রোজেক্ট হিসেবে ইতিমধ্যেই ৪০ নম্বর ওয়ার্ডে প্যাকেট বিলি শুরু করা হয়েছে। এরপর পরবর্তী দিনে অন্যান্য ওয়ার্ডেও তা শুরু হবে। এই বর্জ্য দিয়ে বিকল্প জিনিস তৈরির লক্ষ্যেই এমন পরিকল্পনা বলে জানানো হয়েছে পুরনিগমের জঞ্জাল বিভাগের পক্ষ থেকে।

Related posts

Leave a Comment