রাজ্যের বিভিন্ন সংশোধনাগার থেকে মুক্তি ২৭ বন্দির
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : রাজ্যের বিভিন্ন সংশোধনাগার থেকে মুক্তি মিলল ২৭ জন বন্দির। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওই বন্দিদের মেয়াদ শেষ হওয়ার আগেই সম্পূর্ণভাবে মুক্তি দেওয়া হয়। যার মধ্যে রয়েছেন দুই মহিলাও। কারা দপ্তর সূত্রের খবর, এই নিয়ে গত ডিসেম্বর থেকে ১০১ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। জানা গিয়েছে, বন্দিমুক্তি রিভিউ কমিটি সুপারিশ করলেও আইনি জটিলতার কারণে আটকে ছিল বন্দিদের মুক্তি।