Bird DeathOthers Travel 

জলপাইগুড়িতে নাইলন জালে শতাধিক পাখির মৃত্যু, তৎপরতা বন দপ্তরের

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : নাইলন জালে পাখি মৃত্যু রুখতে এবার তৎপর হল বন দপ্তর। ওই জালের জটে পাখিদের মৃত্যু আকছার ঘটছে। পর পর ঘটনায় এখন থেকে আসরে নামছে বন দপ্তর। স্থানীয় সূত্রের খবর, সম্প্রতি জলপাইগুড়ির সাঁকোয়াঝোরা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ঝালটিয়া হাট ও সরকার পাড়া এলাকায় আপেল কুল চাষের জন্য গাছ জুড়ে নাইলনের জাল দেওয়ার ফলে শতাধিক পাখির মৃত্যু হয়েছে। এই ঘটনায় সরব অ্যানিম্যাল লাভার্সের সদস্যরা। ঘটনায় এলাকায় চাঞ্চল্যও ছড়িয়েছে। এরপর বন দপ্তরের পক্ষ থেকে ঝালটিয়া হাট ও সরকার পাড়া গ্রামে হানা দিয়ে অবিলম্বে জাল খুলে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে কৃষকদের কাছে। বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়ারের রেঞ্জার অর্ঘ্যদীপ রায় কৃষকদের উদ্দেশে জানিয়েছেন, ফলন বাঁচানোর জন্য কোনওভাবেই পাখিদের মারা চলবে না। যে ধরনের জাল লাগানো হয়েছে তাতে শতাধিক পাখির মৃত্যু হয়েছে। বন্যপ্রাণী আইন অনুযায়ী এটা অপরাধ। অবিলম্বে সমস্ত নেট খুলে ফেলতে হবে। তা না হলে আইনত ব্যবস্থা নেওয়া হবে।

Related posts

Leave a Comment