dhapaEnviornment Health Others 

কলকাতা শহরে প্লাস্টিক বর্জ্য পোড়ানোর দূষণকে এবার বিশেষ গুরুত্ব

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: প্লাস্টিক -বর্জ্য পোড়ানোর দূষণকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে কলকাতা পুরসভার তৈরি বিশেষজ্ঞ কমিটির রিপোর্টে। কলকাতা শহরের বায়ুদূষণে প্লাস্টিক বর্জ্য উদ্বেগ বাড়িয়ে তুলেছে।আবার প্লাস্টিক বর্জ্য পোড়ানোর ফলে নির্গত গ্যাসে ক্ষতি হচ্ছে মানুষের ফুসফুসে।প্লাস্টিক বর্জ্যের ধোঁয়া শ্বাসের মাধ্যমে দীর্ঘদিন শরীরে প্রবেশ করতে থাকলে, হতে পারে ক্যান্সারও।এই শহরে বায়ুদূষণ নিয়ন্ত্রণ করার জন্য কলকাতা পুরসভার তৈরি বিশেষজ্ঞ কমিটির রিপোর্টে এই উদ্বেগের কথা তুলে ধরা হয়েছে।উল্লেখ্য,শহরের বায়ুদূষণ রোধে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা কি হতে পারে,সেই রূপরেখা তৈরির জন্য গত বছর নভেম্বর মাসে একটি উচ্চ পর্যায়ের কমিটি তৈরি করে কলকাতা পুরসভা।ওই কমিটির পক্ষেই একটি খসড়া রিপোর্ট তৈরির কাজ চলছে। আগামী মার্চ মাস নাগাদ তা জমা পড়ব বলে জানা গিয়েছে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তথ্য অনুযায়ী জানা গিয়েছে,ধাপায় প্রতিদিন ৪২৬টন বা মাসে ১২হাজার ৭৮০টন প্লাস্টিক বর্জ্য জমা পড়ে।ধাপায় আগুন লাগানোর ব্যবস্থা প্রায়ই হয়। ফলে সেই বর্জ্য পুড়তে থাকে। তার জেরে শরীরের বাতাস দূষিত হচ্ছে,একাধিকবার পরিবেশ কর্মীরা বিষয়টি নিয়ে সরবও হয়েছে।

Related posts

Leave a Comment