লোকাল ট্রেন চালু হওয়ার সম্ভাবনা বেড়েছে, সংক্রমণ রুখতে প্রস্তুতি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: লোকাল ট্রেন চালুর জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। তার প্রস্তুতি শুরু হয়েছে স্টেশনে-স্টেশনে। করোনার প্রভাবে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য তৎপরতাও চলেছে। রেল সূত্রের খবর, স্টেশনের প্লাটফর্ম গুলিতে সামাজিক দূরত্ব বজায় রাখতে সার্কেল আঁকার কাজও চলেছে পুরোদমে।এবার যাত্রীদের মনেও নতুন আশা। লোকাল ট্রেন চালু হওয়ার সম্ভাবনা বেড়েছে। পাশাপাশি সংক্রমণ বৃদ্ধির আশঙ্কায় জোরদার প্রস্তুতি চলছে।
রেল সূত্রের আরও খবর,শিয়ালদহ থেকে বনগাঁ ও হাসনাবাদ শাখার বিভিন্ন স্টেশনগুলিতে গোল গোল দাগ কাটার কাজ শুরু হয়েছে। এর ফলে দূরত্ব বিধি বজায় থাকবে বলে আশঙ্কা রেল দপ্তরের। শিয়ালদা থেকে বনগাঁ ও হাসনাবাদের একাধিক স্টেশনে এই চিত্র দেখা গিয়েছে। রেলের এই প্রস্তুতিতে লক্ষ লক্ষ মানুষ আশার আলো দেখতে শুরু করেছেন।
তবে বেড়েছে দুশ্চিন্তাও।বনগাঁ, লক্ষীকান্তপুর সহ বিভিন্ন লোকালের ভিড় নিয়ে সংশয় রয়েছে। এক্ষেত্রে লোকাল ট্রেন কবে চলবে তা নিয়ে এখনও অনিশ্চয়তা। তবে লোকাল ট্রেনকে ঘিরে এখনও আশা ও দুশ্চিন্তা দুটোই রয়েছে মানুষের মনে।

