Post Office-5Others 

করোনা আবহে ডাকঘরে কম দামে ‘মাস্ক’

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : পশ্চিমবঙ্গের ৩৭টি মুখ্য ডাকঘরে ২৫ টাকায় এন-৯৫ মাস্ক বিক্রি। সূত্রের খবর, সব স্তরের মানুষের জন্য পাওয়া যাচ্ছে এই মাস্ক। করোনা আবহে বিশেষ উপযোগী এই মাস্ক। এই কাজে উদ্যোগী হল ভারতীয় ডাক বিভাগ। পোস্ট অফিসে কাজের পাশাপাশি এখন মাস্ক ক্রয় করার জন্য ভিড় করছেন ক্রেতারা। করোনা আবহে সংক্রমণে বিপর্যস্ত গোটা ভারত। রাজ্যেও তার ব্যাপক প্রভাব। সুস্থ হওয়ার সংখ্যা বাড়লেও আক্রান্তের সংখ্যা কমেনি। এই পরিস্থিতিতে বেড়ে চলেছে মাস্কের চাহিদাও। এরপর ডাকঘরে কম দামে মাস্ক কেনার তৎপরতাও বেড়েছে। সব জায়গাতেই এই নিয়ে সাড়াও পাওয়া যাচ্ছে।

এক্ষেত্রে কাটোয়া মুখ্য ডাকঘরের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ৩ সেপ্টেম্বর থেকে মাস্ক বিক্রির জন্য আমরা নির্দেশিকা পেয়েছি। রাজ্যের প্রায় ৩৭টি মুখ্য ডাকঘর থেকে মাস্ক বিক্রি পর্ব চলছে। মাত্র ২৫ টাকার বিনিময়ে তা সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হচ্ছে। সূত্রের আরও খবর, অ্যাসিস্ট্যান্ট পোস্ট মাস্টার জেনারেল (বিডি ফিল) এই নির্দেশিকা জারি করেছেন। জানা গিয়েছে, মাস্ক বিক্রি পর্ব চলবে পর্যায়ক্রমে। ডাকবিভাগ সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক পর্যায়ে ৩৭টি মুখ্য ডাকঘর থেকে ১৪ হাজার মাস্ক বিক্রি করা হবে। আবার কলকাতা জিপিও থেকে ৭০০ এবং অন্যান্য ডাকঘর থেকে ৩৫০ পিস করে মাস্ক আপাতত বিক্রি পর্ব চলবে। পরে চাহিদা বাড়লে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানা গিয়েছে। তবে মাস্ক নিয়ে গ্রাহকদের চাহিদা রয়েছে। মুখ্য ডাকঘরগুলি থেকে প্রতিদিন ৫০টির বেশি মাস্ক বিক্রি হচ্ছে বলে খবর পাওয়া গিয়েছে।

Related posts

Leave a Comment