Pranjan OjhaOthers Sports 

ক্রিকেট থেকে অবসর ঘোষণা প্রজ্ঞান ওঝার

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আন্তর্জাতিক এবং প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন প্রজ্ঞান ওঝা। শচীন তেন্ডুলকর ২০১৩ সালের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জীবনের শেষ টেস্ট খেলেছিলেন। ওই বিদায়ী টেস্টে ১০ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন এক বাঁহাতি স্পিনার। তিনি হলেন প্রজ্ঞান ওঝা। আশ্চর্যের বিষয় হলেও সত্য, ওই ম্যাচ ছিল প্রজ্ঞানেরও শেষ টেস্ট খেলা। পরিসংখ্যান অনুযায়ী দেখা যাচ্ছে, ২৪টি টেস্টে ১১৩টি উইকেট নিয়েছেন প্রজ্ঞান। ১৮টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে তাঁর উইকেটের সংখ্যা ২১টি। পাশাপাশি দেশের হয়ে ৬টি টি-২০ ম্যাচে প্রজ্ঞান পেয়েছেন ১০ উইকেট। আবার ১০৮টি প্রথম শ্রেণির ম্যাচে তাঁর উইকেট সংখ্যা ৪২৪টি। টুইটারে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করে প্রজ্ঞান ওঝা জানিয়েছেন, জীবনের পরবর্তী ধাপে এগনোর সময় হয়েছে।

Related posts

Leave a Comment