Sakshi MalikOthers Sports 

এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপে সাক্ষীর রুপো জয়

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : সাক্ষী মালিককে রুপো জয়ী হয়ে সন্তুষ্ট থাকতে হল। শেষরক্ষা করতে পারলেন না তিনি। এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপে ৬৫ কেজি বিভাগের ফাইনালে জাপানের নাওমি রুকির কাছে পরাজিত হলেন সাক্ষী। অন্যদিকে ৫৩ কেজি বিভাগে ব্রোঞ্জ জয়ী হলেন ভিনেশ ফোগত। ৫৭ কেজি বিভাগে ব্রোঞ্জ অংশু মালিকের দখলে।

Related posts

Leave a Comment