Saina NehewalOthers Sports 

বার্সিলোনা স্পেন মাস্টার্স ব্যাডমিন্টন থেকে বিদায় সাইনার

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : সাইনা নেহেওয়াল বার্সিলোনা স্পেন মাস্টার্স ব্যাডমিন্টন থেকে বিদায় নিলেন। তিনি থাইল্যান্ডের বুসানন ওংবামরুংফানের কাছে ২০-২২, ১৯-২১ ফলাফলে পরাজিত হলেন। অন্যদিকে ভারতের লড়াই এখনও অব্যাহত থাকল। ফ্রান্সের টমাস রুক্সেলকে ২১-১৪, ২১-১৫ ফলাফলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠলেন অজয় জয়রাম।

Related posts

Leave a Comment