UPBreaking News Enviornment Lifestyle 

উত্তরপ্রদেশে মিললো সোনার খনি

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বড়ো সাফল্য। উত্তরপ্রদেশে মিললো সোনার খনি। উত্তরপ্রদেশের সোনভদ্রে দুটি সোনার খনির খোঁজ বের করলো জিএসআই। দুটি খনিতেই বিপুল পরিমাণ আকরিক সোনা মজুত আছে। চার দশক ধরে খোঁজ চালানোর পর এই সাফল্য পাওয়া গেলো।
উল্লেখ্য, ১৯৯২ সাল থেকে জিএসআই উত্তরপ্রদেশের সোনভদ্র এলাকায় সোনার খনির খোঁজ চালাচ্ছিল। খনি দুটিতে আনুমানিক ১৬০ কেজি সোনা রয়েছে। এখনো খনন কাজ চলছে। হেলিকপ্টার দিয়ে এলাকা পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রশাসন সজাগ দৃষ্টি রেখেছে যাতে সাধারণ মানুষের ভিড় ওই এলাকায় উপচে না পরে সেই দিকে।

Related posts

Leave a Comment