শীতের শেষে পরিবেশ উষ্ণ হতেই চোখে পড়ল সুন্দরবনের বাঘ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : শীতের বিদায়। হালকা একটু রেশ রয়েছে গ্রামাঞ্চলে। পরিবেশ উষ্ণ হতেই দেখা মিলল রয়্যাল বেঙ্গল টাইগারের। সুন্দরবনের বনি ক্যাম্পের কাছেই স্থানীয় মানুষ দেখলেন বাঘ বাবাজী-কে। বাঘের ছবি ক্যামেরাবন্দি করতে পেরে পর্যটকরাও খুশি। পর্যটকরা জলপথে বনি ক্যাম্পের উদ্দেশে যান বাঘ্র দর্শনে। যাওয়ার পথেই দুপুরে দেখা পাওয়া গেল বাঘের। স্থানীয় সূত্রের খবর, নদী সাঁতরে এক জঙ্গল থেকে অন্য জঙ্গলে চলে যাচ্ছে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার। দক্ষিণরায়-এর ছবি তুলতে পেরে খুশি হয়েছেন পর্যটকরা। সুন্দরবনে অনেক পর্যটক আসেন বাঘের ছবি তুলতে। তবে এবার শীতের শেষে দেখা পাওয়া গেল বাঘের।