junaid farukBreaking News 

বারামুলায় বিপুল পরিমাণ অস্ত্রসহ গ্রেফতার হিজবুল জঙ্গি জুনেইদ ফারুক

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: কাশ্মীরে একের পর এক জঙ্গি নিধন। এবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জাল পেতে হিজবুল জঙ্গি জুনেইদ ফারুক পণ্ডিতকে গ্রেফতার করল নিরাপত্তা বাহিনী। আজ জুনেইদকে গ্রেফতার করা হয় কাশ্মীরের বারামুলার তাপার পাট্টান থেকে। জুনেইদ ফারুক পণ্ডিতের নাম জম্মু ও কাশ্মীরের একাধিক জঙ্গি নাশকতার সঙ্গে জড়িয়েছিল।

জম্মু ও কাশ্মীরের বারামুলা রেঞ্জের ডিআইজি এম সুলেমান সংবাদমাধ্যমে জানান, হিজবুল মুজাহিদিন জঙ্গি জুনেইদ ফারুক পণ্ডিতকে যৌথভাবে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে জম্মু-কাশ্মীর পুলিশ, সেনা ও সিআরপিএফ। গোয়েন্দাদের থেকে তথ্য পেয়ে ফারুককে ধরার জন্য তাপার পাট্টানে জাল পাতা হয়েছিল। জুনেইদের কাছ থেকে একটি অত্যাধুনিক চিনা পিস্তল, ১৩ রাউন্ড গুলি এবং ২টি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। আরও তথ্য পাওয়ার জন্য তাকে জেরা করা হচ্ছে।

উল্লেখ্য, ২০২০ সালে জম্মু-কাশ্মীরে মোট ১২টি অপারেশন চালানো হয়েছে যাতে ২৫ জঙ্গির মৃত্যু হয়েছে এবং জঙ্গিদের সহযোগি ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে।

Related posts

Leave a Comment