মৃৎশিল্পীদের সংকট বেড়েছে নববর্ষের প্রাক্কালে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ বাংলা নববর্ষের বাজার পন্ড হতে চলেছে। উদ্বেগে কুমোরটুলির মৃৎশিল্পীরা। এখানকার শিল্পীদের এখন মাথায় হাত। বিপর্যস্ত পরিস্থিতিতে একেবারে ফাঁকা ওই সব এলাকা। সূত্রের খবর, কীভাবে দিন চলবে তা নিয়েই চিন্তা বেড়েছে মৃৎশিল্পীদের। কুমোরটুলি,রবীন্দ্র সরণি,বনমালী সরকার স্ট্রিট, প্রভুতি এলাকায় তৈরি হওয়া গনেশ প্রতিমা প্যাকেট বন্দি হয়ে চলে যায় রাজ্যের বিভিন্ন প্রান্তে। অনেক প্রতিমা ব্যবসায়ীও এখান থেকে প্রতিমা কিনে নিয়ে যান প্রতিমা বিক্রি করার জন্য।এবার সেখানেও মন্দার চেহারা। বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান সহ দোকান পাঠ বন্ধ। নববর্ষের গনেশ পুজো আদেও হবে কিনা তা নিয়েও রয়েছে সংশয়। অনেক আবার বাড়িতে ঘটে ও পটে পুজো করবেন বলে জানা গিয়েছে।সব মিলিয়ে সমস্যা বড়ই জটিল।আবার এই শিল্পের সঙ্গে যুক্ত সমস্ত কারিগর বিপর্যস্ত পরিস্থিতির জন্য বাড়িতে চলে গিয়েছে। অধিকাংশ মৃৎশিল্পীদের জমানো অর্থ নেই, এমন চলতে থাকলে তীব্র সংকটে পড়বেন মৃৎশিল্পীরা। রাজ্যের জেলাগুলিতেও মৃৎশিল্পীদের একই পরিস্থিতি তৈরি হয়েছে বাংলা নববর্ষের আগেই।