Rail-1Others 

অগ্নি-সুরক্ষার বিভিন্ন ব্যবস্থা রেলের

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : রেল ভবনের অগ্নি সুরক্ষায় পদক্ষেপ। সূত্রের খবর, নিউ কয়লাঘাটা ভবনে অগ্নিকাণ্ড থেকে শিক্ষা নিয়ে ওল্ড কয়লাঘাটা ভবনে রদবদল আনতে চলেছে রেল। অগ্নি-সুরক্ষার বিভিন্ন ব্যবস্থা কার্যকর করতে একাধিক বন্দোবস্তও নেওয়া হচ্ছে। রেল সূত্রের খবর, কাঠের পার্টিশন দেওয়া একাধিক ঘর ভেঙে অফিসের অন্দরসজ্জার ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে অগ্নিরোধক উপকরণ। পাশাপাশি দুটি ভবনে যাতে দমকলের ইঞ্জিন ঢুকতে অসুবিধা না হয়, তার জন্যও ব্যবস্থা নেওয়া হচ্ছে। এক্ষেত্রে জানা গিয়েছে, তার জন্য বড় করা হচ্ছে প্রবেশ পথের পরিসর। রেল সূত্রের আরও খবর, পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মনোজ জোশী ও সহকারী জেনারেল ম্যানেজার অনীত দুলাট এ নিয়ে বিভাগীয় প্রধান ও ডিভিশনের কর্তাদের সঙ্গে ভিডিও বৈঠক করেছেন। রেলের বিভিন্ন পুরনো ভবনে আধুনিক অগ্নি-সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলার নির্দেশও দেওয়া হয়েছে।

Related posts

Leave a Comment