নির্বাচিত হয়েও শপথ না হওয়ায় কার্যত হাতগুটিয়ে বাংলার ৫ সাংসদ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার ৫টি আসনে ৪ তৃণমূল প্রার্থী ও বাম-কংগ্রেস জোটের একজন প্রার্থী নির্বাচিত বলে ঘোষিত হন। এটি প্রায় দু-সপ্তাহ আগের ঘটনা। প্রসঙ্গত, ৫টি আসনের ৬ জন প্রার্থীর মধ্যে একজনের মনোনয়ন বাতিল হয়ে যাওয়ায় ভোটাভুটি হয়নি। তবে রাজ্যসভার সদস্য হিসেবে এই ৫ জনের শপথ কবে হবে, তা এখনও নিশ্চিত হয়নি। দেশের বিপর্যস্ত পরিস্থিতিতে লকডাউন চলছে। তা চলবে প্রায় ১৪ এপ্রিল পর্যন্ত। অন্যদিকে কবে আবার সংসদ বসবে, তা এখনও ঠিক হয়নি। এই পরিস্থিতির মধ্যে পশ্চিমবঙ্গের ৫টি রাজ্যসভা আসনের বিদায়ী সাংসদরা অবসর গ্রহণ করবেন। রাজনৈতিক বিশেষজ্ঞরা জানাচ্ছেন, রাজ্যসভা হল সংসদের স্থায়ী কক্ষ। লোকসভার সঙ্গে রাজ্যসভার মৌলিক পার্থক্য এটিই। সেই নিয়ম মতো গত ২ এপ্রিল মধ্যরাত থেকে তৃণমূল কংগ্রেসের সুব্রত বক্সি, দীনেশ ত্রিবেদী, অর্পিতা ঘোষ ও মৌসম বেনজির নূর এবং বাম-কংগ্রেস জোটের বিকাশ ভ্ট্টাচার্য রাজ্যসভার সদস্য হিসেবে গণ্য বা বিবেচিত। তবে সাংসদ হিসেবে রাজ্যসভায় শপথবাক্য পাঠ না করা পর্যন্ত তাঁরা আনুষ্ঠানিকভাবে কাজ করতে পারবেন না। আবার সাংসদ হিসেবে সুযোগ-সুবিধার বিষয়টিও চালু হবে না। সব মিলিয়ে পরিস্থিতি অনেকটাই জটিল। এক্ষেত্রে বিশেষ পরিস্থিতিতে সংসদের সচিবালয়-সহ বিভিন্ন অফিস বন্ধ থাকায় বিদায়ী সাংসদদের সরকারি আবাস ছেড়ে দেওয়া থেকে শুরু করে অবসর সংক্রান্ত কাগজপত্র তৈরির আপাতত কোনও সম্ভাবনা থাকছে না।