দক্ষিণ -পূর্বরেলে মুখোশ ও স্যানিটাইজার তৈরির উদ্যোগ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : দক্ষিণ -পূর্বরেলে মুখোশ ও স্যানিটাইজার তৈরির উদ্যোগ। প্রতি কর্মীর জন্যই মুখোশ ও স্যানিটাইজার তৈরির সিদ্ধান্ত গ্রহণ করেছে দক্ষিণ-পূর্বরেল। ওই রেল সূত্রের খবর, সংস্থার খড়গপুর, রাঁচি, আদ্রা ও চক্রধরপুরের ৪টি ডিভিশনের প্রধান দপ্তরের বিভিন্ন শেডে যুদ্ধকালীন তৎপরতায় মুখোশ ও স্যানিটাইজার তৈরির প্রস্তুতি চলছে। দক্ষিণ-পূর্বরেল সূত্রের আরও খবর, এখনও পর্যন্ত ১৫ হাজার ৩৪১টি মুখোশ ও ২ হাজার ৩৮২ লিটার স্যানিটাইজার তৈরি করেছেন সংস্থার কর্মীরা। আরও বেশি মুখোশ ও স্যানিটাইজার তৈরির প্রক্রিয়া শুরু করবে সংস্থা।