tony lewisOthers Sports 

ডাকওয়ার্থ-লুইস পদ্ধতির অন্যতম টোনি প্রয়াত

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ডাকওয়ার্থ-লুইস পদ্ধতির অন্যতম আবিষ্কর্তা টোনি লুইস (৭৮) প্রয়াত। সীমিত ওভারের ক্রিকেটকে নতুন পথ দেখিয়েছিলেন ফ্রাঙ্ক ডাকওয়ার্থ ও টোনি লুইস জুটি। সেই জুটি এবার ভেঙে গেল। রয়ে গেল তাঁদের আবিষ্কার। ১৯৯৭ সালে ইংল্যান্ড বনাম জিম্বাবোয়ে ম্যাচে প্রথম এই নিয়ম ও পদ্ধতি প্রয়োগ করা হয়। জানা যায়, ১৯৯৯ সালে বিশ্বকাপের আগে অঙ্কের দুই অধ্যাপকের এই পদ্ধতিকে আইসিসি স্বীকৃতি দিয়েছিল। তবে এই পদ্ধতি নিয়ে এখনও বিতর্ক অব্যাহত।

Related posts

Leave a Comment