অন্তর্ভুক্ত হচ্ছে রামশরণ সঙ্গীত মহাবিদ্যালয়
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত হতে চলেছে বিষ্ণুপুরের অতিপ্রাচীন এই মহাবিদ্যালয়। স্থানীয় সূত্রের খবর, রামশরণ সঙ্গীত মহাবিদ্যালয় এবার অন্তর্ভুক্তির পথে। স্থানীয় সূত্রের আরও খবর, মিউজিক ফেস্টিভ্যালে ওই সঙ্গীত মহাবিদ্যালয়ের পরিকাঠামোর উন্নয়নের আশ্বাস দেওয়া হয়েছে। উল্লেখ করা যায়, বিষ্ণুপুরের বিধায়ক তুষারকান্তি ভট্টাচার্য ও বাঁকুড়ার সহকারী সভাধিপতি শুভাশিস বটব্যাল এই পদক্ষেপের কথা জানিয়েছেন।

