RBI BankBreaking News Others 

ব্যাঙ্ক সংযুক্তিকরণে গ্রাহকদের লেনদেনে সমস্যা হবে না

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : গোটা দেশে ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্সের সমস্ত শাখা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের শাখা হিসাবে কাজ শুরু করেছে। পিএনবি সূত্রে একথা জানানো হয়েছে। আবার কেন্দ্রের সিদ্ধান্ত মোতাবেক গতকাল থেকে পিএনবি-র সঙ্গে ইউবিআই এবং ওবিসি-র সংযুক্তিকরণ কার্যকর হল। শাখার সংখ্যা এবং ব্যবসার নিরিখে দেশের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে পরিণত হল পিএনবি, এমন কথাও জানানো হয়। এই সংযুক্তিকরণে আন্তর্জাতিক স্তরে প্রতিযোগিতার যোগ্য বিবেচিত হয়েছে বলে খবর। অন্যদিকে আরও জানানো হয়েছে, গতকাল থেকেই ইউবিআই এবং ওবিসি-র আমানতকারী-সহ সমস্ত গ্রাহক পিএনবি-র গ্রাহক হিসাবে গণ্য হবেন বলেও এক বিবৃতিতে ব্যাঙ্কটি জানিয়েছে। তিন ব্যাঙ্কের ব্যবস্থাপনায় সামঞ্জস্য রয়েছে এমন কিছু নির্দিষ্ট পরিষেবা দেবে পিএনবি ২.০। জানা যায়, সমস্ত শাখা এবং মোবাইল ও ইন্টারনেট ব্যাঙ্কিং সমেত যাবতীয় প্ল্যাটফর্মে এই পরিষেবা পাওয়া যাবে। এ বিষয়ে ইউবিআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে, সংযুক্তিকরণ প্রক্রিয়ার এটা প্রাথমিক পদক্ষেপ। এরপর আর্থিক সংযুক্তিকরণ প্রক্রিয়া হবে। এর জন্য সময় প্রয়োজন। ইউবিআই এবং ওবিসি দুটি ব্যাঙ্কই ফিনাকল- ৭ প্ল্যাটফর্ম ব্যবহার করে থাকে। আবার পিএনবি ফিনাকল-১০ প্ল্যাটফর্ম ব্যবহার করে। দুই পৃথক প্ল্যাটফর্মের এক সূত্রে আসতে সময় লাগবে। বর্তমানে একটি অভ্যন্তরীণ সফটওয়্যারের মাধ্যমে টাকা তোলা, জমা দেওয়া সমেত ১৪টি সাধারণ পরিষেবা মিলবে।

Related posts

Leave a Comment