ট্রেন যাত্রা বাতিল হলে রিফান্ড যাত্রীদের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ উপসর্গের জন্য কারোর ট্রেনযাত্রা বাতিল হলে টিকিট মূল্য পুরো রিফান্ড দেবে রেল। রেল সূত্রের খবর,বৈধ টিকিটধারী কোনও ব্যক্তির ট্রেন যাত্রা বাতিল হলে ওই ব্যক্তিকে পুরো রিফান্ড দেবে রেল কর্তৃপক্ষ। এমনকী পিএনআর-এর অধীনে থাকা ৬ জনের যাত্রী দলের সদস্য হলেও তাঁদের ক্ষেত্রে একই নিয়ম থাকছে। প্রত্যেক যাত্রীকে ১০০শতাংশ রিফান্ড দেবে রেল।এমনই নির্দেশিকা রেলমন্ত্রকের।উল্লেখ্য, গত ১২মে থেকে সারা দেশে ১৫টি রুটে ধাপে ধাপে যাত্রীবাহী স্পেশাল ট্রেন পরিষেবা শুরু করেছে রেল।

