Reaserve Bank of IndiaOthers 

ঋণগ্রহীতাদের সুরাহায় এককালীন ঋণ পুনর্গঠন প্রকল্প

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : রিজার্ভ ব্যাঙ্ক করোনা পরিস্থিতিতে ঋণগ্রহীতাদের সুরাহা দেওয়ার জন্য এককালীন ঋণ পুনর্গঠন প্রকল্প এনেছে। রিজার্ভ ব্যাঙ্ক সূত্রের খবর, গত ১ মার্চ পর্যন্ত যেসব ঋণের কোনও কিস্তি খেলাপ হয়নি, সেগুলি এই প্রকল্পের সুবিধা পাবে। এক্ষেত্রে আরও জানানো হয়েছে, ওই তারিখের আগে যেসব ঋণে ৩০ দিনের বেশি বকেয়া পড়েছিল বা পরে তা মেটানো হয়েছে, সুবিধা পাবে সেগুলিও। শীর্ষ ব্যাঙ্ক সূত্রে আরও বলা হয়, ঋণদাতাদের গোষ্ঠী একটি সংস্থাকে ঋণ দিলে সব ঋণদাতা মিলে পুনর্গঠন চুক্তি করতে হবে। তবে জুনে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের সংজ্ঞা বদলে গিয়েছে। এক্ষেত্রে পুনর্গঠনের প্রক্রিয়া ব্যাহত হবে না বলে জানা যায়।

Related posts

Leave a Comment