একাধিক ব্যক্তিকে একত্রে পরিষেবায় শীর্ষ ব্যাঙ্ক
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : পরিষেবার সম্প্রসারণ করা হচ্ছে। রিজার্ভ ব্যাঙ্ক আগামী ১ আগস্ট মাস থেকে সপ্তাহের সব দিনে জাতীয় স্বয়ংক্রিয় ক্লিয়ারিং হাউসের সুবিধা মিলবে বলে জানিয়েছে। শীর্ষ ব্যাঙ্ক সূত্রে জানা গিয়েছে, এখন ব্যাঙ্কের কাজের দিনে তা পাওয়া যাবে। এই ব্যবস্থার মাধ্যমে একসঙ্গে একাধিক ব্যক্তিকে পরিষেবা দেওয়া সম্ভব হবে। বেতন, পেনশন, ডিভিডেন্ড ও সুদ প্রভৃতি বিষয়ে এই পরিষেবা মিলবে। এক্ষেত্রে মিউচুয়াল ফান্ড, গ্যাস, জল ও বিদ্যুৎ ঋণের কিস্তির মতো বিভিন্ন পরিষেবার টাকাও নেওয়া হয়।

