তুরস্ক -সিরিয়ায় ভূমিকম্পে ভয়াবহ বিপর্যয়
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়াতে ভয়াবহ মৃত্যু মিছিল । ৭.৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল দুই দেশ। এই দুই দেশ থেকে আসছে বিপর্যয়ের ছবি। শেষ খবর পাওয়া পর্যন্ত ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা ৪ হাজারের কাছাকাছি । তুরস্কে সরকারীভাবে জানানো হয়েছে, ২,৩৮০ জনের মৃত্যু হয়েছে এই বিপর্যয়ে। আহত মানুষের সংখ্যা ১৪,৪৮৩ জনের কাছাকাছি । আবার সিরিয়া সরকার সূত্রের খবর, ১,৪৪৪ জনের মৃত্যু হয়েছে এই ভূ-কম্পনে । আহত মানুষের সংখ্যা তিন হাজারের মতো ।
দুই দেশ মিলিয়ে এই ভূমিকম্পে প্রচুর মানুষ নিখোঁজ বলে জানানো হয়েছে । আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলেও খবর । এই বিপর্যয়ে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে সরকারীভাবে আশঙ্কা করা হয়েছে। উল্লেখ করা যায়,সিরিয়ায় সব অংশে সরকারী নিয়ন্ত্রণ নেই। গৃহযুদ্ধের আগুন জ্বলছে। দেশের উত্তর অংশের নিয়ন্ত্রণ এখনও বিরোধী গোষ্ঠীর হাতে রয়েছে বলে খবর। (ছবি : সংগৃহীত)

